
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঈদের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যেখানে বাংলাদেশের বিপক্ষে একটি চার দিনের, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাদ বাগের দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের যুবারা। এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে তারা। তিনদিনের অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র চারদিনের ম্যাচটি খেলতে নামবে এই দুই দল।
চট্টগ্রামেই হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ। ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর চট্টগ্রাম থেকে রাজশাহী যাবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা। সেখানেই হবে বাকি তিনটি একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি।
