Google search engine

টপ অর্ডার থেকে মিডল অর্ডার কিংবা বোলিং ইউনিট, কারা খেলবেন সেটা প্রায় নিশ্চিত। চিন্তার জায়গা কেবল সাত নম্বর পজিশন নিয়ে। সবশেষ কয়েক সিরিজে বেশ কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ খুব বেশি দূরে না থাকলেও নির্দিষ্ট কাউকে বেছে নিতে পারেনি তামিম ইকবালের দল। একটি মাত্র পজিশন হলেও সেটার জন্য লড়াই করছেন ছয় ক্রিকেটার।

যেখানে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটাররা। সাতের ভরসায় কে যাবেন বিশ্বকাপে? এমন প্রশ্নে তামিম ও চান্দিকা হাথুরুসিংহের সিদ্ধান্তে ভরসা রাখলেন সাকিব আল হাসান। অভিজ্ঞ অলরাউন্ডারের মনে করেন, বাংলাদেশ কোচ ও অধিনায়ক সঠিক সিদ্ধান্ত নেবেন।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না বেশ অনেকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওইখানে পারফর্ম করছে। আমি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন আফিফ আছে ওইখানে, মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে, দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ না। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here