Google search engine

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মৌসুমের বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল। কিন্তু শেষ দিকে এসে ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে উঠেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইপিএল জয়ের পর স্বীকৃতি পেলেন গার্দিওলা।লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার জিতে নিয়েছেন এই স্প্যানিশ কোচ।

মৌসুম শেষে ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা কোচ। এ নিয়ে তিনবার এই পুরস্কার পেলেন গার্দিওলা। স্পর্শ করলেন ডেভিড ময়েসকে।সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

শুধু এলএমএর সেরাই নয়, প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ও নির্বাচিত হয়েছেন ম্যানসিটি কোচ। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি জিতলেন এই পুরস্কার। এখানেও তার উপরে রয়েছেন ফার্গুসন। ১১ বার এই পুরস্কার জিতেছেন এই ইউনাইটেড কিংবদন্তি।

এবার ট্রেবল জয়ের পথে রয়েছে গার্দিওলার সিটি। এরমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করা দলটি শনিবার মাঠে নামবে এফএ কাপের লড়াইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।

এমন দারুণ মৌসুমে আরও একবার সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত গার্দিওলা বলেন, ‘এই ট্রফি জিততে পারা দারুণ সম্মানের। আমি একটি অবিশ্বাস্য ক্লাবে আছি। প্রতিজ্ঞা করছি, আগামী মৌসুমেও আমাদের একইরকম দেখা যাবে।’

সেরা হওয়ার পথে গার্দিওলা পেছনে ফেলেছেন আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটনের রবার্তো দে জার্বি, নিউক্যাসলের এডি হাউ, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লিমাথ আর্গাইলের কোচ স্টিভেন শুমাখারকে। এলএমএ সেরা ম্যানেজারের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তারাও।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here