
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১ জুলাই আসবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ঢাকায় নেমেই তারা চলে যাবে খুলনায়। ৬ জুলাই আবু নাসের স্টেডিয়ামে প্রথম ম্যাচ। ৯ ও ১১ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও এই মাঠে।
খুলনা ছেড়ে এরপরই দুই দল চলে যাবে রাজশাহীতে। ১৪ ও ১৭ জুলাই সিরিজের শেষ ম্যাচ হবে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। কদিন আগে পাকিস্তানের বিপক্ষে যুব দলের সিরিজও হয়েছিল রাজশাহীতে।
এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে খুলনার আবু নাসের স্টেডিয়ামে। আন্তর্জাতিক ভেন্যু হলেও খেলা না হওয়ায় দেশের ক্রিকেটে আড়ালেই পড়ে যাচ্ছে এই মাঠটি।অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে।খুলনার সঙ্গে ম্যাচ পেয়েছে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামও।
