Google search engine

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে আজ। প্রথম দিন ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন বাফুফে সভাপতি। খেলোয়াড় উৎসাহ দিতেই মূলত তাঁর ক্যাম্প পরিদর্শনে আসা। ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন সালাউদ্দিন। সেখানেই জানিয়েছেন, ‘দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় নয়। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। আমি কখনই নাক গলাব না। আমি হয়তো আলোচনা করব, পরোক্ষভাবে কিছু বলব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।’

দল নির্বাচনের ক্ষেত্রে কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তই চূড়ান্ত। জানিয়ে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বললেন, দল সাফের দল চূড়ান্ত করার ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করবেন না।

ক্যাম্পে এসে দলের কাছে একটা চাওয়ার কথাও জানিয়েছেন সালাউদ্দিন। আর সেটা হলো, অনমনীয় মানসিকতা, হারের আগেই হেরে না যাওয়া। বাফুফে সভাপতির ভাষায়, ‘তোমারা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট শেষে ম্যাচের রেজাল্ট হবে। জিতবে অথবা হারবে। তোমরা মাঠে যাবে এই মনোভাব নিয়ে যে প্রতিপক্ষের মতোই তোমরাও ভালো।’ দলের মানসিকতায় ইতিবাচক একটা পরিবর্তন দেখতে পাওয়ার কথা জানিয়ে বাফুফে সভাপতি আরও বলে গেলেন, , ‘কিছুদিন ধরে আমি দেখছি, ছেলেদের মনোভাব খুবই শক্তিশালী এবং তাঁদের মানসিকতাতেই জয়ের আকাঙ্ক্ষা। আমি বলতে এসেছি, জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি তুমি হেরে যাও, তাহলে সমস্যা।’

এই মানসিকতা ধরে রেখে নিজেদের উজাড় করে খেলবে দল—এটাই চাওয়া সালাউদ্দিনের, ‘আমার পর্যবেক্ষণ বলছে, এবার ছেলেরা খুবই ভালো করবে। আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের। আগের থেকে দুই-চার জন খেলোয়াড়ের অনেক উন্নতি হয়েছে। কিছু নতুন খেলোয়াড়ও আছে, আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার শেষ চার-পাঁচটা ম্যাচ দেখেছেন, সেখানে কিছু খেলোয়াড় দারুণ পারফরম করেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমাদের ফল পাওয়ার সম্ভাবনা আছে।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here