
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬১ রানের হারের পর আরেকটি দুঃসংবাদ পেলো আফগানিস্তান ক্রিকেট দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জরিমানা করেছে আফগানিস্তানি ক্রিকেটারদের।
লঙ্কানদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান । সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়ে ছিলো রশিদ খানরা। ৬ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ছিলো দলটি। কিন্তু গতকাল ১৬১ রানে জিতে ঠিকই দ্বিতীয় ওয়ানডে জিতে১-১ সিরিজ সমতায় ফিরেছে দাসুন শানাকার দল।
তবে ২ জুন আফগানিস্তানের জেতা ম্যাচের জন্য শাস্তি পেতে হয়েছেন রশিদ খানদের। স্লো ওভার রেটের কারণে আইসিসির ম্যাচ রেফারি আফগানিস্তান দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন।
আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন পড়েনি। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আসা তৃতীয় ম্যাচটি অনেকটা ফাইনালে রূপ নিয়েছে। যারা জিতবে, তারাই সিরিজ জয়ী দল হবে। আগামি ৭ জুন অনুষ্টিত হবে সিরিজের শেষ ম্যাচটি।
