
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ডাক পেয়েছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শাহাদাত হোসেন। আজই প্রথম তিনি জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন। বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই নিখুঁত ব্যাটিংয়ের কৌশল ও ব্যাটিং টেম্পারমেন্টের জন্য প্রশংসিত দিপু।
আজও তার ব্যতিক্রম হলো না। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন নিজের ভালোলাগার কথা।
জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহাদাত বলেন, ‘সবাই অভিনন্দন জানাচ্ছিল। এটা ভালো লাগছিল।
সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও তা-ই ছিল।’ শাহাদাত আরও বলেন, ‘খুশি তো লাগবেই, স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার।
আমারও খুশি লাগছে। দিন দিন যেন আমি আরও উন্নতি করতে পারি, সেটাই চেষ্টা থাকবে। আমি “এ” দলে খেলছিলাম। আমাদের তিনটা ম্যাচ ছিল সেখানে। সেদিকেই মনোযোগ ছিল।
আমি জানতাম না, কী হবে।’
শাহাদাতের বেড়ে ওঠা ছিল রীতিমতো সংগ্রামের। ছোটবেলায় বাবাকে হারান। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার বাবা যখন মারা যায়, আমি অনেক ছোট ছিলাম। তখন বুঝতে পারিনি। আস্তে আস্তে যখন বড় হই, তখন আমার বড় ভাই অনেক সাহায্য করেছে। আমার স্কিল ভালো বলে সবাই। তবে আমি মনে করি, মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার এখানে খেলার জন্য। আমি দিন দিন নিজের স্কিল আরও উন্নত করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। এসব কাজে যত উন্নতি করব, আমার জন্য খেলাটা আরও সহজ হবে বলে আমি মনে করি।’
