
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে হাশমতউল্লাহ শহীদি তবে চোটের কারনে দলে নেই রাশিদ খান।
আজ এক বিবৃত দিয়ে বাংলাদেশের মাঠে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । তবে ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাননি অলরাউন্ডার রাশিদ খান।
ইব্রাহিম আবদুলরহিমজাই এবং নিজাত মাসুদের পেস জুটি এবং তরুণ লেগি ইজহারুল হক নাভিদকে ১৫ সদস্যের দলে যোগ করা হয়েছে। মিডিয়াম-পেস বোলিং অলরাউন্ডার করিম জানাতও ডাক পেয়েছেন বাংলাদেশ সফরে।
যিনি সম্প্রতি অনুষ্ঠিত আহমেদ শাহ আবদালি প্রথম শ্রেণির টুর্নামেন্টে অবিশ্বাস্য অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়েছিলেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট সামনে রেখে ১০ জুন বাংলাদেশে আসবে হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহরা। ১১, ১২ ও ১৩ জুন অনুশীলন শেষে ১৪ তারিখ শুরু হবে সাদা পোশাকে মূল লড়াই।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তান স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ মাহবুব, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল্লাহ হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আবদুল রহিমজাই, ইয়ামিন আহমদজাই এবং নিজাত মাসুদ।
রিজার্ভ খেলোয়াড়- নূর আলী, জিয়া আকবর, আজমত ওমরজাই, সাঈদ শিরজাদ।
