
আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। আফগানিস্তান দেশে পা রাখার পর আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। আগামী ১১ জুন অনুশীলন শুরু করবে দুইদল।টেস্ট সিরিজের আগে তিনদিন সময় পাবে দুইদল।
১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু সিরিজের একমাত্র টেস্ট। একমাত্র টেস্ট শেষ করে আগামী ১৯ জুন দেশে ফিরবে তাড়া।
ঈদের ছুটি শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবারও দেশে আসবে আফগানরা। সেবার তিনটি ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। টেস্ট দলের সঙ্গে অনুশীলন করছে সীমিত ওভারের দলে থাকা সম্ভাব্য ক্রিকেটাররাও।
