Google search engine

মাউরিসিও পচেত্তিনোকে সরিয়ে ইউরোপ জয়ের লক্ষ্যে ক্রিস্তোফ গালতিয়েরকে দলে এনেছিল পিএসজি। কিন্তু এক মৌসুমে এই কোচের ওপরও বিরক্ত ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গালতিয়েরকে বরখাস্ত করেছে পিএসজি।

ইউরোপীয় টুর্নামেন্টে সাফল্য এনে দেয়ার লক্ষ্য নিয়ে বছরখানেক আগে পিএসজিতে নাম লিখিয়েছিলেন গালতিয়ের। ফরাসি কোচের সাথে দলটির চুক্তি ছিল দুই বছরের। প্রথম মৌসুমে ইউরোপীয় লিগে সাফল্য আনতে না পারলেও পিএসজির সাথেই থাকার ইচ্ছা ছিল এই কোচের। কিন্তু কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায়, পিএসজি আর চাচ্ছে না গালতিয়েরকে। অবশেষে সেটাই সত্যি হলো।

মঙ্গলবার (৬ জুন) ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান গালতিয়েরের বরখাস্ত হওয়ার বিষয়টি জানিয়েছে। তাদের প্রতিবেদন মতে, গালতিয়েরকে বরখাস্তের ব্যাপারটি নিশ্চিত করেছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস।

তবে গালতিয়েরের ব্যাপারে যে এমন সিদ্ধান্ত আসতে পারে, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কারণ গত ৫ জুলাই দায়িত্ব নেয়ার পর গত প্রায় এক বছরে গালতিয়ের ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার সময়ে লিগ ওয়ানের শিরোপা জিতলেও দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে পিএসজির পয়েন্টের ব্যবধান মাত্র ১। আর চ্যাম্পিয়নস লিগে গালতিয়েরের দল বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে শেষ আট থেকেই। তাছাড়া ফরাসি কাপের শিরোপাও হয়েছে হাতছাড়া।

গালতিয়ের অবশ্য মাঠের বাইরেও বেশকিছু ঝামেলায় জড়িয়েছেন। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে। নিসের কোচ থাকা অবস্থায় নাকি দলে কৃষ্ণাঙ্গ ও মুসলিম খেলোয়াড় বেশি, এমন অভিযোগ করেছিলেন তিনি। পরে নিসেরই সাবেক এক ক্লাব কর্মকর্তা বিষয়টি প্রকাশ্যে আনেন। সেই অভিযোগ নিয়ে তোলপাড় হওয়ার পর আরেক ঝামেলায় জড়ান গালতিয়ের। লিওনেল মেসির বিদায়ের খবর ক্লাবের আগেই প্রকাশ করে দেন তিনি। এ নিয়ে অস্বস্তি ছিল ক্লাবের ভেতরেই। ফলে তাকে বিদায় দেওয়ার ব্যাপারটি প্রত্যাশিত ছিল। হয়েছেও তাই। মেসি ও রামোস ক্লাব ছাড়ার পর বিদায় নিতে হলো তাদের সদ্য সাবেক গুরুকে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here