Google search engine

ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায়ের পর আমেরিকান দল ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। এর মধ্যে দিয়ে এই প্রথম ইউরোপের বাইরে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সাবেক এই বার্সেলোনা খেলোয়াড় সৌদি আরবের ক্লাব আল-হিলালের পক্ষ থেকে আসা বিশাল অঙ্কের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।

বেশ কিছুদিন থেকে জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো মেসির দল পাল্টানো নিয়ে। কিন্তু এ নিয়ে চূড়ান্ত কিছু জানা যাচ্ছিলো না। একেক দিন একেক রকম খবর এসেছে সংবাদমাধ্যম গুলোতে। যার সবশেষ সংযোজন, আর্জেন্টাইন তারকা মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতেই খেলতে যাচ্ছেন।

তবে, এ বিষয়ে মেসি নিজে অবশ্য কখনো মুখ খোলেননি। তবে তার বাবা জর্জ মেসি বলেছিলেন, ছেলেকে ফের বার্সেলোনাতে দেখতে চান তিনি।

এদিকে এ মাসের শেষে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। তবে এরই মধ্য ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। সেরেছেন বিদায়ের আনুষ্ঠানিকতা। লিগ ওয়ানডে পিএসজি হয়ে সবশেষ মৌসুমে ১৬ গোল করেছেন তিনি। অ্যাসিস্টও সমান ১৬টি।

এদিকে মিয়ামি চুক্তিতে অ্যাডিডাস এবং অ্যাপলের মতো ব্র্যান্ডের সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

৩৫ বছর বয়সী ফরোয়ার্ড মেসি সাতবার বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এবং গত বছর ফিফা বিশ্বকাপ জয়ের সাফল্যের এনে দিয়েছেন তার নিজের দেশ আর্জেন্টিনা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here