Google search engine

জুভেন্টাসকে বিদায় বলে দিলেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আনহেল দি মারিয়া। ক্লাব ছাড়ার ঘোষণা তিনি দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। আজ এক বার্তা দিয়ে ক্লাব ছাড়ার ঘোষণাটা জানান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দি মারিয়া লিখেন, ‘কঠিন এবং জটিল পর্যায়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শিরোপা না জেতাতে পারলেও মনের শান্তি নিয়ে যাচ্ছি কারণ ক্লাবকে শিরোপা জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। না পাওয়ার তিক্ততা সঙ্গে নিয়ে যাচ্ছি।’

 

জুভেন্টাসে সতীর্থদের ভালোবাসার কথা উল্লেখ করেছেন দি মারিয়া। তিনি লিখেন, ‘ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে আনন্দের সময় কাটানোটা অনেক বড় পাওয়া। সতীর্থদের ভালোবাসায় ক্লাবকে নিজের বাড়িই মনে করতাম। আর ভক্তদের নিত্যদিনের ভালোবাসার জন্য অনেক কৃতজ্ঞতা।’

 

গত মৌসুমের শেষে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় দি মারিয়ার। এরপর আর তার সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে যায়নি প্যারিসিয়ানরা। তাই ফ্রি ট্রান্সফারে তুরিনের ক্লাবে যোগ দিয়েছিলেন এ উইঙ্গার। এবার ছাড়লেন ইতালির ক্লাব।

 

জুভেন্টাসে কাটানো এক মৌসুমে ৩৮ ম্যাচ খেলে ৮ গোল করেছেন দি মারিয়া। এর আগে এক বছরের চুক্তিতে ইতালির এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মাসেই শেষ হয়ে যাওয়ার পর চুক্তি নবায়নের সম্ভাবনা ছিল যথেষ্টই। কিন্তু সেটি আর হলো না। নতুন ঠিকানার খোঁজে এই ফরোয়ার্ড।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here