Google search engine

ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হেরে যায় ১৩২ রানের বড় ব্যবধানে। আজ বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে এসে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। মাত্র ২২.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় আফগানরা। সিরিজ জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ১১৭ রান।

 

হাম্বানটোটায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। দুই পেসার ও দুই স্পিনার আফগানিস্তানের সবগুলো উইকেট তুলে নেন। তার মধ্যে পেসার দুষ্মান্থে চামিরা ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। আরেক পেসার লাহিরু কুমারা ৫ ওভারে ২৯ রান দিয়ে নেন ২টি।

 

স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। আরেন ঘূর্ণি বোলার মাহিশ থিকশানা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১টি উইকেট।

 

ব্যাট হাতে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান ২৩ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ নবী করেন সর্বোচ্চ ২৩ রান। ইব্রাহিম জাদরান ২২ ও গুলবাদিন নাইব করেন ২০ রান। এছাড়া ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান করেন ১০ রান। বাকিদের রান ছিল- ৮, ৭, ৪, ২, ০, ৪।

 

এই ম্যাচে রশিদ খান ফিরেছেন। সঙ্গে আছেন মুজিব উর রহমান। তারা দুজন ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে এলোমেলো করে দিতে পারেন কিনা দেখার বিষয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here