Google search engine

মেসি দুনিয়ার যেখানে যাবেন, সেখানেই ছুটবেন তার সমর্থকেরা, ভক্তরা। বার্সা থেকে তিনি যখন গেলেন পিএসজিতে, ফরাসি ক্লাবটির সমর্থকের সংখ্যা বেড়ে গেলো বহুগুণ। পিএসজি যখন ছাড়ার ঘোষণা দিলেন মূহুর্তই মিলিয়ন মিলিন সমর্থক হারাতে থাকলো ক্লাবটি।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার আনুষ্ঠানিক ঘোষনার পর মাত্র ১২ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির সমর্থক বেড়েছে ৩৫ লাখ। অর্থাৎ মাত্র ১২ ঘন্টার মধ্যেই সাড়ে তিন মিলিয়ন ফলোয়ার পেয়ে গেছে মিয়ামি।

হু হু করে বাড়ছে ইন্টার মিয়ামির সমর্থকের সংখ্যা। মেসি যখন ক্লাবির জার্সি গায়ে মাঠে নামবেন, তার আগেই এই সংখ্যা আরো বহুগুণ বেড়ে যাবে নিশ্চিত। ফরাসি লিগ মেসির আলো থেকে সরবে, মেজর লিগে আসবে বিশ্বকাপ জয়ী তারকার আলোয়।

আগে যারা যুক্তরাষ্ট্রের লিগের খবর রাখতেন না, চোখ ভুলাতেন না, সেই তারা এবার মেসির জন্য এই লিগে নজর রাখবেন। আর্জেন্টাইন জাদুকরকে নিয়ে বিশ্ব ফুটবলেও আলোচনায় উঠে এলো মিয়ামি।

গতকাল রাতে মেসির ঘোষনার পর আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্তই ইনস্টগ্রামে ইন্টার মিয়ামির সমর্থকেরা সংখ্যা বেড়েছে সাড়ে তিন মিলিয়নের মতো। মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অনুসারীসংখ্যা ছিল সবচেয়ে বেশি—প্রায় ১৪ লাখ। মেসির ঘোষণার পরই মিয়ামিতে ভীড় করছেন সমর্থকেরা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here