Google search engine

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে হার্ভার্ড বিজনেস স্কুলে ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রাম শেষ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। তারাই প্রথম ক্রিকেটার যারা হার্ভার্ডের এই কোর্সে অংশ নিয়েছেন।  মে মাসের ৩১ তারিখ থেকে জুন মাসের ৩ তারিখ পর্যন্ত স্কুলটিতে ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা।

তবে এখনও বোস্টনে ছুটি কাটাচ্ছেন রিজওয়ান। এবার সেখানেই সম্প্রতি রাস্তার পাশে ফুটপাথে নমাজ আদায় করতে দেখা গেল তাকে। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই এই দৃশ্যকে ‘সুন্দর’ বলে আখ্যা দিয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কালো রঙের জ্যাকেট পরে রয়েছেন রিজওয়ান। রাস্তায় কালো রঙের গাড়ি দাঁড় করিয়ে পাশের ফুটপাথে তিনি নমাজ আদায় করছেন।

আরও পড়ুন: হার্ভার্ডের শিক্ষককে কোরআন উপহার দিলেন রিজওয়ান

সম্প্রতি ওডিশার ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রিজওয়ান। মর্মান্তিক সেই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন তিনি। তাছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পাক উইকেটরক্ষক। রিজওয়ান টুইটে লেখেন, ‘যেকোনো মানুষের মৃত্যুই সবসময় বেদনাদায়ক। আমার হৃদয় এবং প্রার্থনা ভারতে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে রয়েছে।’

রিজওয়ান ও বাবর আজমদের সঙ্গে হারভার্ড বিজনেস স্কুলে যোগ দিয়েছিলেন আরও জনপ্রিয় সব ক্রীড়াবিদরা। কাকা, জেরার্ড পিকে, ক্রিস পল এবং পল গ্যাসোল রিজওয়ান-বাবরদের সঙ্গে কোর্স করেন। আমেরিকায় নিজের সময় উপভোগ করলেও নিজের ধর্মীয় বিশ্বাস ধরে রাখছেন রিজওয়ান। এই আবহে উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই রিজওয়ানের নমাজ আদায়ের ভিডিওর প্রশংসা করেছেন।

এর আগে হার্ভার্ডে শিক্ষাগ্রহণের শেষ দিনে রিজওয়ান তার শিক্ষককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন। নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই কাজটি করেছেন রিজওয়ান। এর মাধ্যমে তিনি তার বিশ্বাস ও মূল্যবোধের প্রতি অঙ্গীকারও প্রদর্শন করেছেন। প্রতিবেদন ক্রিকেট পাকিস্তানের।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here