
গানের ছোট লাইনটা লিওনেল মেসির ক্যারিয়ারের সাথে যেনো পুরোপুরি মিলে যায়। ব্যর্থতা – সফলতা দুটি দিক ই দেখেছে লিওনেল মেসি। ২০০৭ কোপা আমেরিকা ফাইনাল / ২০১৪ বিশ্বকাপ ফাইনাল / ১৫ * ১৬ কোপার ফাইনাল সবগুলোই হেরেছে লিও মেসি ও তার দল আর্জেন্টিনা। ক্লাব ক্যারিয়ারে অসংখ্য সফলতা ট্রফি থাকলেও দেশের হয়ে ছিলো না কিছু। ব্যর্থতার দায় মাথায় নিয়ে একবার অবসরের পথ ও বেছে নিয়েছিলেন তিনি – অবশ্য অবসর ভেঙে ফিরে আসেন আবার সাদা নীল জার্সিতে….. তবে তার ফিরে আসার গল্পটাও যেনো একটি রুপকথার গল্পের মতো!
২০২১ সালে অসাধারণ পারফরম্যান্সে ২৮ বছর পর দলকে জেতান কোপা আমেরিকার শিরোপা এবং নিজের প্রথম আন্তজার্তিক শিরোপা! ১ম আন্তজার্তিক ট্রফি জেতার পর অবশ্য ২য় শিরোপাও হাতে তোলতে বেশি সময় লাগেনি তার!
ইউরোপ আমেরিকা শ্রেষ্ঠত্বর লড়াইয়ে ফিনালিসিমার শিরোপা জিতে নেয় মেসি বাহিনী! কোপা আমেরিকা – ফিনালিসিমার মতো শিরোপা থাকলেও একটি শিরোপার দিকে মেসির চোখ ছিলো সেই অনেক আগে থেকে! বিশ্বকাপ জয় – যেটি সব খেলোড়ারদের স্বপ্ন থাকে!
মেসির ও ছিলো “যে স্বপ্নটা ১৪ বিশ্বকাপে অল্পের জন্য ফসকে যায় “। ৩৬ ম্যাচ অপরাজিত এবং দারুণ আত্মবিশ্বাস নিয়ে মধ্যপ্রাচ্যের কাতারে যায় বিশ্বকাপ খেলতে! নিজেদের প্রথম ম্যাচে হেরে পুরো বিশ্বকে চমকে দেয় লিওনেল স্কোলোনির দল – এবং এর পরের গল্পটা আমাদের সবার ই জানা!
মেসি ও দলের অসাধারণ পারফরম্যান্সে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। “মেসির স্বপ্ন পূরণ হয়” – মেসির ক্যারিয়ারের পূর্নতা পায়! ক্যারিয়ারে ট্রফি ব্যাক্তিগত অর্জন সহ অনেক কিছুর সাক্ষি এই মানুষটা।
লিওনেল মেসি যতদিন ই খেলুক “ভক্তদের” চাওয়া মেসি খেলুক নিজের মতো – মেসি খেলুক চিন্তামুক্ত মন নিয়ে………….
মেহেদি হাসান
শিক্ষার্থী (১ম বর্ষ)
সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
