Google search engine

দীর্ঘদিন ধরেই নারী ফুটবলাররা অসন্তোষ প্রকাশ করে আসছে কম পারিশ্রমিকের কারণে। অবশেষে মিলল দারুণ খবর। এবার থেকে নারী বিশ্বকাপের সব ফুটবলারকে সরাসরি পারিশ্রমিক দিবে ফিফা  আর সেই সঙ্গে বাড়ছে প্রাইজমানিও। প্রতিটি ফুটবলার তাই অন্তত ৩০ হাজার ডলার করে পাবেন নিশ্চিতভাবেই। বিশ্বকাপজয়ী দলের ২৩ সদস্য পাবেন ২ লাখ ৭০ হাজার ডলার করে।

বিশ্বকাপের সার্বিক প্রাইজমানিও বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিফা। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি থাকবে ১১ কোটি ডলার। ২০১৯ বিশ্বকাপের চেয়ে যা বেড়েছে ৩০০ শতাংশের মতো।

গেল মার্চে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন, এবার থেকে মেয়েদের বিশ্বকাপে সব ফুটবলারকে সরাসরি পারিশ্রমিক প্রদান করবে ফিফা। আর সেই সঙ্গে বাড়বে প্রাইজমানিও।

২০২৩ সালের ২০ জুলাই মাঠে গড়াতে যাচ্ছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের এবারের আসর। চ্যাম্পিয়ন দল এবারের আসর থেকে পাবে ৪২ লাখ ৯০ হাজার ডলার। বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রতিটি দলকে দেওয়া হবে অন্তত ১৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাড়ানো হয়েছে সদস্য দেশগুলোর তহবিলও।

ছেলেদের বিশ্বকাপের চেয়ে যদিও এখনও অনেকটাই পিছিয়ে মেয়েদের প্রাইজমানি। গত কাতার বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। তারপরও এবারের প্রাইজমানিকে মেয়েদের ফুটবলের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here