Google search engine

করিম বেনজামে বরন করে নিল সৌদি ক্লাব

 

সৌদীর ফুটবলে পা দিয়েই উত্তাপ ছড়িয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। তাকে রাজসিক ভাবেই বরণ করছে প্রো লিগের দল আল ইতিহাদ। এবারের মৌসুমের চ্যাম্পিয়নরা বড় এই তারকাকে পেয়ে দারুণ আনন্দিত।

 

সমর্থকদের সাথে বেনজেমার আনুষ্ঠানিক পরিচয় পর্ব হবে সৌদীর কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। ৬২ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে পরিচয় পর্বের অনুষ্ঠানের ৫৬ হাজার টিকিট মূহুর্তেই বিক্রি হয়ে গেছে। ইতিহাদের সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকাকে বরণ করে নিতে।

 

প্রায় দেড় দশকের মতো সময় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন বেনজেমা। তিন বছরের চুক্তিতে ১৬ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে তিনি পাড়ি জমিয়েছেন প্রো লিগের দল ইতিহাদে। বুধবার রাতে জেদ্দায় পৌঁছান করিম বেনজেমা। বিমানবন্দরে পৌঁছানোর পর ক্লাবের হলুদ ও কালো রংয়ের জার্সি পরে অনেক সমর্থক তাকে স্বাগত জানায়।

 

স্থানীয় ফুটবল প্রেমীদের কাছে ‘দা শাইনিং জুয়েল’ কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামটি নিজেদের হোম ভেন্যু আল ইতিহাদের। বেনজেমার পরিচয় পর্বের অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ৯ রিয়াল করে।

 

২০০৯ সালের পর থেকে গত মৌসুম পর্যন্ত প্রো লিগের শিরোপা জিততে পারেনি আল ইতিহাদ। সদ্য শেষ হওয়া মৌসুমে অপেক্ষা ঘুঁচিয়ে শিরোপা ঘরে তুলেছে দলটি। শিরোপা জয়ের মৌসুম শেষ করেই ফরাসি এই তারকাকে দলে ভেড়ালো তারা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here