Google search engine

আবার ঠিকানা বদলাচ্ছেন আর্জেন্টিনার সুপার স্টার ও বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এবার তিনি যোগ দিচ্ছেন মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে।

নিজেই এ কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু চুক্তির কিছু আনুষ্ঠানিকতা বাকি। মেসি সমর্থকরা ইতোমধ্যেই তাকে নতুন জার্সিতে দেখার জন্যে উদগ্রীব। স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইছেন, কবে মাঠে নামবেন মেসি? কীভাবে তার ম্যাচ দেখা যাবে?

ইউরোপের ফুটবল মৌসুম শুরু এবং শেষ হয় বছরের মাঝামাঝি সময়ে। অর্থাৎ, জুন মাসে শুরু হয়ে পরের বছরের মে মাসে গিয়ে শেষ হয়। কিন্তু আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) বছরের প্রথম দিকে শুরু হয়। সেই বছরেই শেষের দিকে গিয়ে শেষ হয়। সাধারণত ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম দিকে মৌসুম শুরু হয়ে শেষ হয় অক্টোবরের মাঝামাঝি নাগাদ।

 

অর্থাৎ, মেসিকে নতুন ক্লাবের হয়ে নামার জন্যে বেশি অপেক্ষা করতে হবে না। এমএলএসে এখন ভরপুর ফুটবল মৌসুম চলছে। ইন্টার মিয়ামির পরের ম্যাচ ১০ জুন নিউ ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই। তারপর দীর্ঘ দিন তাদের কোনও ম্যাচ নেই।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here