
বাংলাদেশের বিপক্ষে দুই দফায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথম দফায় সফরের একমাত্র টেস্ট খেলতে আজ সকালে ঢাকায় এসেছে তারা। সকাল ৮:৪০এ প্রথম বহর এবং ১১:৩০ এ দ্বিতীয় বহর ঢাকায় পা রাখেন আফগান দল।
রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। এই লেগস্পিনার ছাড়াও আইপিএলে দ্যুতি ছড়ানো নূর আহমেদ ও মুজিব উর রহমানকে আনছে না। বাংলাদেশের বিপক্ষে টেস্টে বিশ্রামে রাখা হয়েছে রশিদকে। বাকিরা কেন দলে নেই তার ব্যাখ্যা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আজ বাংলাদেশে পা রাখা আফগানিস্তান অনুশীলন শুরু করবে আগামীকাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আগামীকাল থেকে টেস্টের প্রস্তুতি নেবে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে তিন দিন অনুশীলনের সুযোগ থাকছে তাদের সামনে। আগামী ১৪ জুন শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। এই ম্যাচ শেষে আগামী ১৯ জুন তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। দ্বিতীয় দফায় সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ২ জুলাই আবার ঢাকায় পা রাখবে আফগানিস্তান।
আফগানিস্তান টেস্ট দল
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলী খিল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুল রহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।
রিজার্ভ : নূর আলী, জিয়া আকবর, আমজাত ওমরজাই ও সৈয়দ শিরজাত।
