Google search engine

আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের হাতছানি ভারতের সামনে। ২০২১ সালের প্রথম আসরে নিউজিল্যান্ডে বিপক্ষে ফাইনালে খেলে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেই আসরের ফাইনালে হেরে যায় ভারত।

 

ইংল্যান্ডের দ্য ওভালে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে হলে ভারতকে ৪৪৪ রান করতে হবে।

টস হেরে প্রথমে ব্যাট করে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া।

 

জবাবে ব্যাটিংয়ে নেমে আজিঙ্কা রাহানে (৮৯) ও শার্দুল ঠাকুরের (৫১) জোড়া ফিফটিতে ভর করে ২৯৬ রানে অলআউট হয় ভারত।

১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

 

ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। আজ শনিবার মিনিমাম ৪৭ ওভার খেলতেপারবে ভারত। আগামীকাল রোববার শেষ দিনে আরও ৯০ ওভার খেলার সুযোগ পাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here