Google search engine

নতুন ক্লাব খুঁজে নিলেন নাবি কেইতা। গিনির এই মিডফিল্ডার যোগ দিয়েছেন জার্মানির ক্লাব ভার্ডার ব্রেমেনে। লিভারপুলের সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। মূলত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, কেইতাকে ছেড়ে দিয়েছে অলরেডরা।

 

চলতি মৌসুম পর্যন্ত লিভারপুলের সাথে চুক্তি ছিল কেইতার। এরপরই ফ্রি এজেন্ট হয়ে গেছেন। লিভারপুলের চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তে ক্লাব ছেড়ে যেতে হচ্ছে। নতুন করে আবার পুরোনো ঠিকানা জার্মানিকেই বেঁছে নিয়েছেন।

 

২০১৮ সালে জার্মানির আরেক ক্লাব লাইপজিগ থেকে কেইতাকে দলে ভেড়ায় লিভারপুল। তবে বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মিস করেছেন অনেক ম্যাচ। পাঁচ বছর পর যখন ক্লাব ছেড়ে যাচ্ছেন, তখন সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে কেইতার নামের পাশে ১২৯ ম্যাচ ও ১১ গোল। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পেরেছেন কেবল মাত্র ৮ ম্যাচ।

 

খুব বেশি খেলতে না পারলেও, কেইতা লিভারপুলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা। ২৮ বছর বয়সী মিডফিল্ডার এবার নতুন ঠিকানায় নাম লেখালেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here