
লিওনেল মেসি ও আর্লিং হল্যান্ডের মধ্যে ব্যালন ডি’অর পুরস্কারের লড়াই জমে উঠলো। বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি নাকি ট্রেবল জয়ী তারকা আর্লিং হল্যান্ড কে জিতবেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? নাকি তৃতীয় কেউ আসবেন ব্যালন ডি’অর উঁচিয়ে ধরতে? তিনি কে হবেন? কিলিয়ান এমবাপেক নাকি অন্য কেউ?
ফিফা ব্যালন ডি’অর পুরস্কার লড়াইয়ে বেশ জমেছে। গতরাতে আর্লিং হল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছেন। এক মৌসুমে তিন শিরোপা জয়ের ‘রেকর্ড’ গড়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের শক্ত প্রতিপক্ষ তিনি।
কিলিয়ান এমবাপেও কম যাননি, লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন পিএসজিকে। একক নৈপুণ্যে ফ্রান্সে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। বিশ্ব মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেছেন। অল্পের জন্য টানা দুই বিশ্বকাপ জয় হাতছাড়া হয়েছে। ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়ে তিনিও আছেন বেশ শক্ত ভাবেই।
তবে মেসি আর হল্যান্ড যেভাবে মৌসুম কাটিয়েছেন, একের পর এক জয়ের ‘রেকর্ড’ গড়েছেন এই দু’জনের যে কারোই হাতে উঠতে পারে এবারের ব্যালন ডি’অর।
