Google search engine

ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের কারিগর পেপ গার্দিওলা। ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার কোচ থাকাকালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পান গার্দিওলা। এরপর কাতালান ক্লাবটির হয়ে ২০১০-১১ মৌসুমে আবারো গড়েন একই কৃতিত্ব। এবার ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে তৃতীয়বার ইউরোপসেরার মঞ্চে ট্রফি স্পর্শ করলেন।

 

ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন গার্দিওলা। একইসঙ্গে ষষ্ঠ কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপিয়ান কাপ জয়ের নজির গড়লেন । জিনেদিন জিদান এবং বব পাইসলির সঙ্গে যৌথভাবে তিনটি ইউরোপিয়ান কাপ শিরোপা জিতলেন। তাদের উপরে আছেন শুধুই কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ বস সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

এতসব অর্জনের ফলে কোচ হিসেবে গার্দিওলা নিজেকে শ্রেষ্ঠ হিসেবেই প্রমাণ করলেন। ফুটবলে নিজের কৌশলে সফল হয়ে অনেকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হয়েছেন সক্ষম। উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনেন।

ফুটবলারদের উন্নতিতে তাদের সঙ্গে নিরলসভাবে করেন পরিশ্রম, দেন সঙ্গ। স্প্যানিশ ম্যান টিম স্পিরিট সবার মাঝে ছড়িয়ে দিতে রাখেন দারুণ ভূমিকা। তবে নিজের নয়, দিন শেষে ফুটবলারদেরকেই দেন সকল কৃতিত্ব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর বললেন, তারা সত্যিই ভালো খেলেছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here