
অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিন ৩ উইকেটে ১৬৪ রানে দিন শেষ করেছিল ভারত। আর তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। কেননা পঞ্চম দিনে জিততে হলে ২৮০ রান প্রয়োজন ভারতের। অপরদিকে বল হাতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট।
তবে সেই লড়াইকে একপেশে করে দিয়েছে অস্ট্রেলিয়া। দ্য ওভালে শেষ দিনে এক সেশনও ব্যাটিং করতে পারলো না ভারত। সকালেই হারিয়ে বসে ৭ উইকেট। অজি বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বিধ্বস্ত হয়ে পড়ে কোহলি-রাহানে-জাদেজাদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ।
ভারতকে তাদের দ্বিতীয় ইনিংসে ৬৩.৩ ওভারে মাত্র ২৩৫ রানেই গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। আর এতেই প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার কীর্তি গড়লো দেশটি। ২০৯ রানের বিশাল জয়ে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন এখন অজিরা। অপরদিকে প্রথম আসরের পর এবার দ্বিতীয় আসরেও টানা ফাইনাল হারের তিক্ততা সঙ্গী হলো ভারতের। মেন ইন ব্লু’রা ব্যাটিং দৈন্যতায় হারলো ম্যাচ।
এদিন সকালের সেশনে মাত্র ২৩.৩ ওভার ব্যাটিং করতে পারে ভারত। সেখানে ৭০ রান তুলতেই বাকি থাকা ৭ উইকেট হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। স্কট বোল্যান্ড, নাথান লায়ন, মিচেল স্টার্কদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার। একরাশ হতাশা উপহার দিয়েছেন কোহলি-রাহানেরা।
কোহলি-রাহানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে ভারত দিন শুরু করলেও, দিনের সপ্তম ওভারেই স্কট বোল্যান্ড পুরো মোড় ঘুরিয়ে দেন। সেই ওভারের তৃতীয় বলে স্লিপে স্টিভ স্মিথের দুর্দান্ত ক্যাচে পরিণত করে কোহলিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন বোল্যান্ড। ৭৮ বলে ৭ বাউন্ডারিতে ৪৯ রান করে ফিফটি মিসের আক্ষেপ নিয়ে আউট হওয়া কোহলি প্যাভিলিয়নে ফিরলে, তাঁর সাথে রাহানের ৮৬ রানের জুটি ভাঙে।
ওই একই ওভারের পঞ্চম বলে জাদেজাকেও উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির তালুবন্দি করে ফেরান বোল্যান্ড। জাদেজা ডাক মেরে যখন ফিরছিলেন উইকেটে, তখনই ভারতের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। এরপর রাহানে, শ্রীকর ভরতরা খানিকটা আশা দেখালেও, বেশি কিছু করতে পারেননি। কেবল পরাজয়ের ব্যবধানই কমান। ১০৮ বলে ৭ বাউন্ডারিতে ৪৬ রান করে আউট হন রাহানে। ২৩ রান আসে ভরতের ব্যাট থেকে। এর আগে ইনিংসের শুরুতে অধিনায়ক রোহিত ৪৩, শুভমান গিল ১৮ ও চেতেশ্বর পূজারা ২৭ রান করে আউট হন।
অস্ট্রেলিয়ার হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন স্পিনার নাথান লায়ন। স্কট বোল্যান্ড ৩টি ও মিচেল স্টার্ক ২ উইকেট লাভ করেন।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ৪৬৯ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ১৬৩ ও স্টিভ স্মিথ ১২১ রান করেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়ে পড়ে ভারত। আজিঙ্কা রাহানে ৮৯ রান করেন দলের পক্ষে। ১৭৩ রানের বড় লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। ৮ উইকেটে ২৭০ রান তুলতেই সেই ইনিংস ঘোষণা করে দলটি। ৬৬ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি। ভারতের সামনে তাদের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান।
