Google search engine

শেষ হয়েছে ম্যানচেস্টার সিটির বহুল প্রতীক্ষার । তারা জিতেছে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ । ইন্টার মিলানকে হারিয়ে সিটিজেনরা এখন ইউরোপের সেরা । নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্রফি জিতেছে ম্যান সিটি । আর ১৯৯৯ সালের ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে জিতলো ইউরোপিয়ান ট্রেবল ।

 

রবিবার (১১) জুন বাংলাদেশ সময় রাত একটায় শুরু হয় উয়েফা চ্যম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণ । তুরস্কের ইস্তানবুলের আতার্তুক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামে ম্যান সিটি আর ইন্টার । শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা ম্যান সিটি ছিল ফেভারিট । যদিও ম্যাচ একপেশে হয় নি । বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিটিজেনরা ফাইনাল জিতেছে ১-০ গোলে । তাতেই পূরণ হয়েছে দীর্ঘদিনের স্বপ্ন ।

 

ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয় নি । দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে রদ্রির দুর্দান্ত গোলে লিড নেয় ম্যান সিটি । যা শেষ পর্যন্ত ধরে রেখে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে সিটিজেন শিবির ।

 

ম্যান সিটির জয়ে ইতিহাসের সাক্ষী হয়েছেন হুলিয়ান আলভারেজ । তিনি একই মৌসুমে পেলেন বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ । ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে কাতারে বিতর্কিত উপায়ে জিতেছিলেন ফিফা বিশ্বকাপ ট্রফি ।

 

আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ফাইনালে মাঠে ছিলেন না । তাঁকে ব্যবহারই করেন নি কোচ পেপ গার্দিওলা । চলতি মৌসুমে ম্যান সিটির হয়ে ৪৯ ম্যাচে ১৭ গোল করেছেন আলভারেজ । চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন তিন গোল । কিন্তু ফাইনালে তাঁর উপর কোনভাবেই আস্থা রাখতে পারেন নি সিটিজেন কোচ ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here