Google search engine

মাস খানেক পরই শুরু হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগে র‍্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। আর একধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে ব্রাজিল। বর্তমানে তাদের অর্জিত পয়েন্ট সংখ্যা ১৯৯৫.৩০। ইংল্যান্ডের বিপক্ষে ড্র এবং জার্মানির বিপক্ষে জয়ের ফলে র‍্যাঙ্কিংয়ে এই অগ্রগতি হয় সেলেসাও নারীদের।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা আর্জেন্টিনা নারীদের র‍্যাঙ্কিংয়ে অবস্থান ২৮ নম্বরে। পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন না আসায় তাদের অবস্থানও অপরিবর্তিত।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে সুইডেন এবং ইংল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স, ষষ্ঠ স্থানে অবস্থান স্পেনের। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে কানাডা এবং ব্রাজিল। শীর্ষ দশের শেষ দুটি দল নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here