
অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজ থেকে। সেই ধারাবাহিকায় বজায় রাখতে বাংলাদেশ বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট সিরিজের টিকিট অনলাইনে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে টিকিট কম ছাড়লেও এইবার বেশি টিকিট ছাড়ার অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
১৪ থেকে ১৮ জুন মিরপুর শের-ই-বাংলায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন টিকিট নিশ্চিত করে সেদিন কিংবা ম্যাচের দিন সকালে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল পেইজে এই ঠিকানায় ( https://ticket.tigercricket.com.bd/registration )।
আগামীকাল সোমবার (১২ জুন, ২০২৩) দুপুর ২টার পর থেকে টিকিট পাওয়া যাবে । জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। একটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে।
টিকিট কোড নিশ্চিতের মাধ্যমে টিকিট কেনা সফল হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছের বুথ থেকে স্বশরীরে টিকিট সংগ্রহ করতে হবে।
ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে নয়টা থেকে ৪টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
