Google search engine

লঙ্কান প্রিমিয়ার লিগে এলপিএল এই প্রথম খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরাসরি চুক্তির বাইরে ৩৫৫ জন ক্রিকেটার নিলামে উঠবেন। সেই নিলামে বাংলাদেশের মোট ২৪ জন ক্রিকেটার নাম লিখেছেন।

 

আগামী ১৪ জুন কলম্বোর সাং-রিলা হোটেলে শুরু হবে নিলাম। ভারতীয় ধারাভাষ্যকার চারু শর্মা নিলাম পরিচালনা করবেন।

শ্রীলঙ্কার ২০২ জন ক্রিকেটার নিলামে উঠবে। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার আছেন ১০ জন ক্রিকেটার।

 

যেখানে তামিম ইকবাল, ক্রিস লিন, এভিন লুইস, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, টিম সেইফার্ট, রাসি ভ্যান ড্যার ডুসেন, শোয়েব মালিক, সিকান্দার রাজা, ইশ সোধিরা অন্যতম।

নিলামে ওঠার জন্য চূড়ান্ত হওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা।

নিলামের জন্য নাম লিখিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সুরেশ রায়নাও।

এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামানরা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here