
বিদেশ সফর কিংবা দেশের ভেতর মাঝেমধ্যেই খেলা দেখানো নিয়ে তৈরি হয় নানা জটিলতা। সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে নিজস্ব টিভি চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যেই সরকারের কাছে অনুমতি চেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল মিরপুর বিসিবি কার্যালয়ে বসেছিল বিসিবির বোর্ড মিটিং। সেখানেই আসে এই সিদ্ধান্ত। মূলত দেশের টিভি চ্যানেলগুলোর খেলা দেখানোর জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের এখানে খেলা দেখানো নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে বিপিএলের সময়, প্রথমে কেউ অংশগ্রহণই করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করেছি। ইনশাল্লাহ পেয়ে যাবো।’
বিসিবি টিভি চালু হলে ঘরোয়া ক্রিকেট ম্যাচও দেখানো হবে বলে জানান তিনি, ‘আমাদের খেলা দেখানো নিয়ে আর ঝামেলা থাকবে না। শুধু আন্তর্জাতিক না ঘরোয়া খেলাগুলোও দেখাতে পারব।’ টিভি চ্যানেল ছাড়াও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের ম্যাচ ফি ও বেতন এতোদিন পেত ওটা বাড়িয়েছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, ভালো পরিমাণে বাড়ানো। তবে ভালোর তো শেষ নাই। এখন যা পাচ্ছে, তার চেয়ে স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।’ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৫ নারী ক্রিকেটারের বেতন বাড়ানো হয়েছে।
