Google search engine

আজ (১২ জুন) থেকে মাঠে গড়াচ্ছে নারীদের ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।

 

হংকংয়ের মং ককের মিশন রোড গ্রাউন্ডে বনাগ্লাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় খেলাটি শুরু হবে। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, মালেয়েশিয়া ছাড়াও আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

 

টুর্নামেন্টে অংশ নিতে লতা মন্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল গতকাল (১০ জুন) হংকংয়ের উদ্দেশে রওয়ানা দেয়। এই টুর্নামেন্টে সহযোগী সদস্য দেশগুলো মূল দল খেলালেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের মতো পূর্ণ সদস্য দলগুলো খেলাচ্ছে ‘এ’ দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ দুইটি ১৪ ও ১৬ জুন যথাক্রমে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমি-ফাইনালে। ২১ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

 

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডঃ

লতা মন্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here