Google search engine

ইউরোপ সেরা হওয়ার লড়াই শেষ হয়েছে। এবার ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগ টিম অব দ্য সিজন’ ঘোষণা করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। সেই দলে ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটিরই ৭ জন ফুটবলার। তবে সেরা একাদশে চ্যাম্পিয়ন দলটির আধিপত্য থাকলেও জায়গা পেলেন না ফাইনালে বীরত্বপূর্ণ অবদান রাখা গোলরক্ষক এদেরসন।

 

ইস্তাম্বুলে ফাইনালে ম্যানচেস্টার সিটি রদ্রির করা এক গোলেই জিতেছে। তবে সেই জয়ে দারুণ অবদান এদেরসনের। শেষ দিকে একের পর এক আক্রমণ প্রতিহত করেছেন তিনি। গোলপোস্টের এই অতন্দ্র প্রহরীকে বড় সুযোগ পেয়েও ফাঁকি দিনে পারেননি লুকাকু। তাতে করেই চ্যাম্পিয়ন লিগের শিরোপা ঘরে তুলে সিটি।

 

ফাইনালের পর দিনই ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগ টিম অব দ্য সিজন’ ঘোষণা করে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। সেখানে সেরা একাদশের ১১ জনের সাত জনই সিটির। ৩২ দলের লড়াইয়ে ফাইনাল খেলতে না পারা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়া সুযোগ পেয়েছেন গোলরক্ষক হিসেবে।

সেরা একাদশে থাকতে না পারলেও এদেরসনের কিছু যায় আসে না। তার দল যে স্বপ্নের শিরোপা ঘরে তুলেছে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে। ট্রেবল জেতা গোলরক্ষক যে তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াজ (ম্যান সিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান)
মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)
ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যান সিটি), আর্লিং হলান্ড (ম্যান সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here