
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির গোলেই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছিলো ম্যানচেস্টার সিটি। মৌসুম জুড়ে দুর্দান্ত করা এই ফুটবলারের হাতে উঠলো চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। উয়েফা জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিটির রদ্রি।
পেপ গার্দিওয়ালার শিষ্য রদ্রি চ্যাম্পিয়ন্স লিগে মাত্র এক ম্যাচ মাঠে নামেননি। দলের বাকী সবগুলো ম্যাচই খেলেছেন। দুর্দান্ত করেছেন তিনি। ইস্তাম্বুলে ফাইনালের মহারণেও নায়ক তিনি। প্রথমার্ধ গোল শুন্য থাকা ম্যাচটির দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট পর্যন্তও গোল আসেনি।
তবে ৬৮তম মিনিটেই সুযোগ পেয়ে কাজে লাগান রদ্রি। তার করা ওই এক গোলেই শিরোপা নিয়ে মাঠে ছাড়ে ট্রেবল জয়ীরা। রদ্রির সঙ্গে আসরের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছে নাপোলির খিচা কোয়ারাসখেলিয়া। ২২ বছরের এই তরুণও চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়েছেন ব্যক্তিগত নৈপুণ্যে।
শনিবার রাতে ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর ইউরোপ শ্রেষ্ঠত্বেরও মুকুট ঘরে তুলে দলটি।
এরপরই ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগ টিম অব দ্য সিজন’ ঘোষণা করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। সেখানেও সেরা ১১ জনের ৭জনই ছিলেন সিটির। এবার সেরা খেলোয়াড়েরও পুরস্কারটি জিতে নিলো গার্দিওয়ালার দল।
