Google search engine

নারীদের ইমার্জিং এশিয়া কাপে দারুণ জয়ে শুরু বাংলাদেশের। গ্রুপ ‘বি’ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। ব্যাটে-বলে বাংলাদেশের সামনে একেবারেই লড়াই দেখাতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা।

 

হংকংয়ের মং ককে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। দলের পক্ষে ৪৪ বলে ৭ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন মুর্শিদা খাতুন। ১৪ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। তবে বাকিরা খুব একটা রান করতে পারেননি।

 

দুঃশ্চিন্তার কারণ, মালয়েশিয়ার তুলনামূলক খর্বশক্তির বোলিং লাইনআপের বিপক্ষেও রান তুলতে বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। এছাড়া দলীয় একশ রান পূরণের আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ব্যাটিং চিন্তার কারণ হয়েছে বাংলাদেশের জন্য।

মালয়েশিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মাহিরাহ ইজাতি ইসমাইল, আইসা এলেসা নূর দানিয়া।

 

১৪৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং দৈন্যতায় ভুগেছে মালয়েশিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান তুলতে পেরেছে দলটি। যাতে বিশাল হার দেখতে হয়েছে। দলের পক্ষে তিন জন মাত্র ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩১ বলে ১৩ রান এসেছে হামিজা হাশিমের ব্যাট থেকে।

 

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২ উইকেট নিয়েছেন। মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ১টি করে উইকেট লাভ করেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here