
বড়রা যা পারেনি ছোটরা তাই করে দেখাল। জানান দিল, আমরা প্রস্তুত পরবর্তী ধাপে পা রাখতে। সোমবার ভোরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবলে ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে উরুগুয়ে।
আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লুসিয়ানো রদ্রিগেজ। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের এটা যুব বিশ্বকাপের প্রথম শিরোপা। দুই বছর পরপর হওয়া এই টুর্নামেন্টে লাতিন আমেরিকান কোনো দল জিতল এক যুগ পর। সর্বশেষ ২০১১ সালে জিতেছিল ব্রাজিল।
এর আগে গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়তে হয়েছিল উরুগুয়েকে। তবে ছোটরা তা হতে দেয়নি। ১৯৯৭ ও ২০১৩ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার দুঃখ ঘুচিয়েছে যুবারা। উঁচিয়ে ধরেছে প্রথম যুব বিশ্বকাপ ট্রফি।
এদিন ম্যাচের প্রথমার্ধে উরুগুয়েকে একের পর এক রুখে দিচ্ছিল ইতালির গোলরক্ষক সেবাস্তিনো দেসপ্লানচেজ। উরুগুয়ে অধিনায়ক ফাব্রিসিও দিয়াজের দূর থেকে নেওয়া শট আর অ্যান্ডারসন দুয়ার্তের হেড রুখে দেন এই তরুণ। তবে ম্যাচের শেষ দিকে লুসিয়ানো রদ্রিগেজের হেড আর সামাল দিতে পারেননি। উরুগুয়ের দল লিভারপুল মন্তেভিডিওতে খেলা এই ফরোয়ার্ড কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। এর খানিক পর রেফারি শেষ বাঁশি বাজালে শুরু হয় শিরোপা জয়ের উল্লাস।
