
আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দলে আছেন ৫ পেসার। সেই পেসারদের কথা ভেবেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে রাখা হয়েছে তাজা ঘাস।
এতটাই যে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের একাদশে দেখা যেতে পারে তিন থেকে চারজন পেসার!
আজ বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ আভাসই দিয়েছেন, ‘আমাদের ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে। কে জানে, আমরা আগামীকাল হয়তো ৩-৪ জন পেসার নিয়ে দল সাজাতে পারব।
এবার একদল তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশে এসেছে আফগানরাও। টেস্ট ক্রিকেটেও নিয়মিত নয় আফগানিস্তান দল। ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছে হাশমতউল্লাহ শহীদির দল।
অচেনা এই চ্যালেঞ্জকে কীভাবে দেখছে বাংলাদেশ, সে উত্তর পাওয়া গেল হাথুরুসিংহের কথায়, ‘ওদের বেশির ভাগ ক্রিকেটার সম্পর্কে আমাদের জানাশোনা কম। আমরা প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করি অবশ্যই। কিন্তু সেটা ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ মনোযোগ থাকে আমরা কী করব, সেখানে।’
আফগানিস্তান দলে রশিদ খানের অনুপস্থিতির বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে অবশ্যই দারুণ একজন বোলার। শেষবার যখন টেস্ট খেলেছি, তখন সে ভালো করেছিল। কিন্তু এটাও ঠিক যে আমরাও আমাদের সেরা খেলোয়াড় ছাড়া খেলব। সাকিব এখনো খেলার জন্য প্রস্তুত নয়। তবে আমাদের যা আছে, তা নিয়ে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
