Google search engine

২০১৩ সালের পর আবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছে স্পেন ও ব্রাজিল। আগামী বছরের মার্চে একটি ফিফা প্রীতি ম্যাচের আয়োজন করেছে দুই দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। মূলত বর্ণবাদের বিরুদ্ধে লড়ার অংশ হিসেবে এই ম্যাচ খেলবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্পেন-ব্রাজিল ম্যাচকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেস। এদিকে দুই দেশের ফুটবল সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘এই ম্যাচটির উদ্দেশ্য ফুটবলে সংঘাতের বিরুদ্ধে উভয় দেশের অঙ্গীকারকে আরও বেগবান করা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ভালো সম্পর্ককে আরও উষ্ণ করা।’

 

এদিকে চলতি মৌসুমে ইউরোপের লিগের বেশ কয়েকটি ম্যাচে বর্ণবাদের শিকার হন ফুটবলাররা। তাতে বেশ নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হয়েছিলেন। তাঁর সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে আফ্রিকা মহাদেশের দুইটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

 

বার্সেলোনায় আগামী ১৭ জুন গিনি ও তিন দিন পরে লিসবনে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে স্বপ্ন ভঙ্গ হওয়া সেলেসাওরা ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে নিয়ে মাঠে নামবে।

ব্রাজিলিয়ান স্কোয়াড-

গোলরক্ষক : এ্যালিসন বেকার, এডারসন, উইভারটন

ডিফেন্ডার : ইবানেজ, এডার মিলিটাও, মারকুইনহোস, নিনো, ডানিলো, ভান্ডারসন, অ্যালেক্স টেলেস, আয়ারটন লুকাস

মিডফিল্ডার : আন্দে গুমিয়ারেস, কাসেমিরো, জোলিনটন

ফরোয়ার্ড : ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েটা, ম্যালকম, রাফায়েল ভেইগনা, পেড্রো রিচার্লিসন, রডরিগো, রনি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here