Google search engine

রিয়াল মাদ্রিদে ৭ নম্বর জার্সি মানেই বিশেষ কিছু। ক্রিস্টিয়ানো রোনালদো, রাউল গঞ্জালেস, জুয়ানিতো, আমানসিও- বিখ্যাত সব খেলোয়াড় ক্লাবটিতে এই নম্বর নিয়ে খেলেছেন। এবার সেই পথেই হাঁটলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এখন থেকে ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে। খবর বিখ্যাত স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর।

 

রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জার্সি নম্বর বদলের এই ঘোষণা দিয়েছে। তবে গুঞ্জন চলছিল ইডেন হ্যাজার্ডের বিদায়ের পর থেকেই। ২০১৮ সালে রোনালদোর বিদায়ের পর ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন ইডেন হ্যাজার্ড। এই মৌসুমে রিয়াল ছেড়েছেন বেলজিয়াম তারকা। এরপরই রিয়ালের জার্সি নম্বরে পরিবর্তনের আভাস পাওয়া যায়।

২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ভিনিসিয়ুস। ২২৫ ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন ৫৯ গোল। সাম্প্রতিক সময়ে রিয়ালের অন্যতম ভরসা হয়ে উঠছেন ২২ বছর বয়সী এক তারকা।

 

এতদিন রিয়ালে ২০ নম্বর জার্সি পরতেন ভিনিসিয়ুস। এই নম্বর এখন থেকে পরতে পারেন ফ্রান গার্সিয়া। রায়ো ভায়োকানো থেকে রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন করেছেন তিনি।

এদিকে জার্সি নম্বর পরিবর্তন হয়েছে রিয়াল মাদ্রিদে খেলা আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার রদ্রিগোরও। এতদিন ২১ নম্বর জার্সিতে খেলা রদ্রিগো খেলবেন ১১ নম্বর জার্সি গায়ে। মার্কো অ্যাসেনসিও আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেই রদ্রিগোর জার্সি পরতে আর কোনো বাধা থাকবে না। এই জার্সিতে খেলেছেন গ্যারেথ বেল, রোনালদো নাজারিও, করিম বেনজেমা, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও। পর্তুগিজ তারকা যখন রিয়ালে আসেন তখন ৭ নম্বর জার্সি পরতেন রাউল। সে সময় কিছুদিন ১১ নম্বর জার্সি পরেছেন রোনালদো।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here