Google search engine

১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পর্যবেক্ষণ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের ফাঁকে বারবার বসেও পড়েছিলেন তিনি।

আফগানদের বিপক্ষে টেস্ট শুরুর আগের দিন তামিম অনুশীলন করেছেন আজ। এই বাঁহাতি ওপেনারের ব্যাপারে কোচ হাথুরুসিংহে বলেন, ‘আজ সে অনুশীলন করবে, দেখবে যে কেমন লাগে। পরশু দিন সে অনুশীলন করেছিল কিন্তু ব্যাটিং, ফিল্ডিং করার সময় সে অস্বস্তি অনুভব করেছে। আজ সে অনুশীলন করে দেখবে কি অবস্থা, অনুশীলনের পরে আমরা সিদ্ধান্ত নেব।’

তামিম না খেললে একমাত্র টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে। দুজনকে নিয়ে এর আগে বেশ গুরুত্বসহকারে অনুশীলন সেশন করেছেন প্রধান কোচ। দুজনই জাতীয় দলের খেলা সবশেষ টেস্ট দলে ছিলেন না। চোটের কারণে বাদ পড়া জাকির আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করেন। আর ‘এ’ দলের হয়ে দারুণ খেলে আবার সাদা পোশাকের ম্যাচে খেলার অপেক্ষায় জয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here