Google search engine

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুন। গল টাইটান্স তাঁকে ড্রাফট থেকে দলে নিয়েছে। ভিত্তিমূল্য ২০ হাজার মার্কিন ডলারে এই উইকেটকিপার ব্যাটারকে দলভুক্ত করেছে গল ফ্র্যাঞ্চাইজি। এই দলের হয়ে এলপিএল খেলার কথা রয়েছে আরেক বাংলাদেশী সাকিব আল হাসানের।

এদিকে নিলামে দল পান নি বাংলাদেশের তামিম ইকবাল-মুশফিকুর রহিম-লিটন দাস। শুধু বাংলাদেশের এই তিন অভিজ্ঞ ক্রিকেটারই নয়, দল পাননি সিকান্দার রাজা, ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটাররা। এবারের এলপিএলের চতুর্থ আসরের নিলামে ৩৬০ ক্রিকেটারের নাম আছে। যেখানে রয়েছে ২৪ জন বাংলাদেশি ক্রিকেটার।

বুধবার দুপুরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিলামে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম ওঠে তামিম ইকবালের। ৫০ হাজার ডলারের ভিত্তিমূল্যে থাকা এই বাঁহাতি ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। ৫০ হাজার ডলারের ভিত্তিমূল্যে ছিলেন মুশফিকুর রহিমও। তাকেও নিতে কেউ আগ্রহ দেখায়নি। এছাড়া ৩০ হাজার ভিত্তিমূল্যে থাকা লিটনকেও কেউ নেয়নি দ্বিতীয় সেটের ডাকে।

এলপিএলের এবারের আসর শুরু হবে জুলাইয়ের ৩১ তারিখে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগস্টের ২২ তারিখে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে প্রেমাদাসা ও পাল্লেকেলেতে। এদিকে মিঠুন বাংলাদেশের হয়ে খেলেছেন ১০ টেস্ট ৩৪ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি। সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০২১ সালে।স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭২ ম্যাচে করেছেন ৩ হাজারের বেশি রান। স্ট্রাইক রেট ১২০ ছুঁইছুঁই। আছে ১৬ টি ফিফটি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here