
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াচ্ছে বুধবার (১৪ জুন)। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে টাইগারদের দলপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন লিটন দাস। পুরাতন চোট আবারও নতুন করে দেখা দেওয়ায় টেস্টের একদিন আগেই ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), বাহির শাহ, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, ইশারুলহক নাভিদ, ইয়ামিন আহমেদজাই, জাহির খান।
