Google search engine

অবশেষে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার তা নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

পাকিস্তানের সাথে দ্বিতীয় ভেন্যু হিসেবে খেলা হবে শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে এবারের আসর, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। হাইব্রিড মডেলের কারণে ১৩ ম্যাচের ভেতর চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো গড়াবে শ্রীলঙ্কায়।

ছয় দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল এই ছয় দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে থাকছে সর্বমোট ১৩টি ম্যাচ।

এশিয়া কাপের প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার ফোর পর্বে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।

সময় ও ভেন্যু নিশ্চিত করলেও এসিসি এখনো সূচি চূড়ান্ত করেনি। তবে এ মাসের শুরুতের ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল ভারত নেই এমন চারটি ম্যাচ পাকিস্তান-নেপাল, বাংলাদেশ-আফগানিস্তান, আফগানিস্তান-শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা-বাংলাদেশ খেলা হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here