
উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করলো স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো দলটি। ফাইনালে লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।
সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। পিছিয়ে যাওয়া ইতালি ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি। ম্যাচের অন্তিম সময়ে জোসেলুর গোলে নেশন্স লিগের ফাইনালে উঠে স্পেন।
তিন গোলের ম্যাচটির দুই গোল আসে প্রথম এগারো মিনিটের মধ্যেই। ম্যাচ শেষের আগ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের মিনিট দুই আগে জয় সূচক গোলের দেখা পায় স্প্যানিশরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই ইয়েরেমি পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। ১-০ গোলে এগিয়ে যাওয়া গাভী-রদ্রিরা লিড বেশি সময় ধরে রাখতে পারেনি। ম্যাচের ১১তম মিনিটেই সমতায় ফেরে ইতালি। সিরো ইমোবাইলের গোলে ১-১ গোলে সমতা আনা দলটি সমতা নিয়েই বিরতিতে যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দুই দলই লিড নেওয়ার চেষ্টা করে। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচও জমিয়ে তুলে বেশ। তবে ম্যাচের অন্তিম সময়ের আগ পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষের মিনিট দুই আগে বদলী নামা জোসেলু দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। ৮৪তম মিনিটে বদলী নামা এই তারকা ৮৮তম মিনিটেই গোল করে বসেন। তার গোলেই ফাইনাল নিশ্চিত হয় স্পেনের।
