
ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। টেস্ট ইতিহাসে ৯১তম বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর ঘটনা ঘটল।
২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল প্রথম ইনিংসে করেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে ১০৫ রান। সবচেয়ে বেশি তিনবার করে এই কীর্তি আছে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের। এদিকে চলমান টেস্টে প্রথম ইনিংসে শান্ত খেলেছেন ১৪৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তিনি ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেছেন ১১৫ বল খেলে।
শান্তর সেঞ্চুরির পর সাড়ে চারশ পেরিয়েছে বাংলাদেশের লিড। ৪১ ওভারে সংগ্রহ ২ উইকেটে ২১৮ রান। লিড এখন ৪৫৪। নতুন ব্যাটার হিসেবে শান্তকে সঙ্গ দিচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল। এর আগে ব্যক্তিগত ৭১ রান করে রান আউট হয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। তাঁর রানআউটে ভাঙল শান্তর সাথে ১৭৩ রানের জুটি। ৯৫ বলে ৮ চারে ৭১ রান করেন তিনি।
আজ ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন শান্ত। প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে যোগ করেছিলেন ২১২ রান। এবার জাকিরের সঙ্গে যোগ করেছেন ১৭১ রান। ওয়ানডে মেজাজে তিনি এখন ব্যাট চালাচ্ছেন মুমিনুলকে নিয়ে। ইতোমধ্যে শান্ত-মুমিনুল জুটি হয়েছে ৩৭ রানের।
