Google search engine

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। স্পেনের স্টেজ ফ্রন্ট স্টেডিয়ামে গিনির মুখোমুখি হবে ৫ বারের চ্যাম্পিয়নরা। রাত দেড়টায় মুখোমুখি হবে দুই দল।

 

কাতার বিশ্বকাপে আসর থেকে ফর্মে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচেও হেরেছে ক্যাসিমিরো। তবে সেই হার ভুলে গিনির বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ রেমন মেনেজেস।

এই ম্যাচটিকে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেখছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অন্যদিকে প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে গিনি। ফলে ম্যাচটি নিজেদের করে স্মরণীয় করে রাখতে চায় আফ্রিকার এই দেশটি।

 

এদিকে নেইমারকে বাদ দিয়ে গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি এ ব্রাজিলিয়ান পোস্টারবয়ের নেইমারের ।নেইমার ছাড়াও এ স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপে খেলা অ্যান্তোনি, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকাদেরও।

তবে অস্থায়ী কোচ র‍্যামন মেনেজেসের দলে সুযোগ মিলেছে নতুন পাঁচ জনের। দলে সুযোগ পেয়েছেন আইরতন লুকাস, ম্যালকম, ভ্যান্ডারসন, জোয়েলিন্টন ও নিনো।

অন্যদিকে আগামী ২০ জুন সেনেগালের মোকাবিলা করবে ব্রাজিল।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, এভারটন।

ডিফেন্ডার : ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস।

মিডফিল্ডার : আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন।

আক্রমণভাগ : লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here