
হালি গোলে হ্যারি কেইনদের ইংল্যান্ডের তিনে তিন
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে হ্যারি কেইনদের ইংল্যান্ড বড় জয় তুলে নিয়েছে। মাল্টাকে এক হালি গোলে ভাসিয়েছে ইংলিশরা। এই জয়ে বাছাই পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠলো দলটি। সাউথ গ্যারেটের দল টানা তিন ম্যাচের তিনটিতেই জিতলো। এক হালি গোলের ম্যাচে ইংল্যান্ডের নিশ্চিত হলো ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বও।
হ্যারি কেইনদের ইংলিশদের কাছে পাত্তাই পায়নি মাল্টা। গোলের হালির ম্যাচে ৪-০ ব্যবধানেই জিতেছে তারা। নিজেরা কোনো গোল করতে পারেনি, উল্টো গোল হজমের শুরুটা করে মাল্টা আত্মঘাতী গোল খেয়ে।
ম্যাচের ৮ম মিনিটে ফার্দিনান্দো অ্যাপাপের আত্মঘাতী গোলে লিড নেয় ইংল্যান্ড। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটিকে মিনিট বিশেক পর আরো এগিয়ে নেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। ২৮তম মিনিটে তার গোলেই ইংলিশরা এগিয়ে যায় ২-০ গোলে।
এগিয়ে থাকা ইংল্যান্ড তিন মিনিট পরে আরো এগিয়ে দেন হ্যারি কেইন। ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে তিনি। তাতেই ইংল্যান্ড এগিয়ে যায় ৩-০ গোলে। পিছিয়ে পড়া মাল্টা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে খেলতে থাকে ইংল্যান্ড। শেষ দিকে আবারো পেনাল্টি পায় দলটি। ম্যাচের ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে ক্যালাম উইলসন ৪-০ ব্যবাধন করেন। শেষ পর্যন্ত এক হালি গোলের জয় নিয়েই ইউরো
