Google search engine

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর সেখানে মূল আসর মাঠে গড়ানোর আগে আজ থেকে জিম্বাবুয়েতে মাটিতে শুরু হচ্ছে বাছাই পর্ব। বাছাইয়ের প্রথম দিনই দু’টি ম্যাচ রয়েছে। প্রথম দিন গ্রুপ-এ’তে হারারের স্পোটর্স ক্লাব মাঠে বেলা ১টায় মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল। একই সময়ে একই গ্রুপে হারারের টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবে লড়বে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র।

 

বাছাইয়ের দশ দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে আজ থেকে শুরু হওয়া বাছাই আগামী ৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে ওঠবে। সেই ছয় দল নিয়ে সুপার সিক্সের লড়াই হবে। যেখানে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। আর সেই ফাইনালে খেলা দুই দলই নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপে খেলা।

বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নেওয়া দেশগুলোর মধ্য থেকে কেবল ওমান, যুক্তরাষ্ট্র ও নেপালের ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। বাকি সাত দেশেরই কোনো না কোনো সময়ের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ আবার শিরোপাও জিতেছে। এবার দেখে নেওয়া যাক বাছাইয়ের ম্যাচ সূচি।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সূচি- (গ্রুপ পর্ব)

তারিখ- দল- ভেন্যু-

১৮ জুন: জিম্বাবুয়ে–নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
১৮ জুন: ওয়েস্ট ইন্ডিজ–যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
১৯ জুন: শ্রীলঙ্কা–সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব
১৯ জুন: আয়ারল্যান্ড–ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২০ জুন: জিম্বাবুয়ে–নেদারল্যান্ডস, হারারে স্পোর্টস ক্লাব
২০ জুন: নেপাল–যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২১ জুন: আয়ারল্যান্ড–স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২১ জুন: ওমান–সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব।২২ জুন: ওয়েস্ট ইন্ডিজ–নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
২২ জুন: নেদারল্যান্ডস–যুক্তরাষ্ট্র,টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৩ জুন: শ্রীলঙ্কা–ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব
২৩ জুন: স্কটল্যান্ড–সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৪ জুন: জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ, হারারে স্পোর্টস ক্লাব
২৪ জুন: নেদারল্যান্ডস–নেপাল, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৫ জুন: শ্রীলঙ্কা–আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৫ জুন: স্কটল্যান্ড–ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৬ জুন: জিম্বাবুয়ে–যুক্তরাষ্ট্র, হারারে স্পোর্টস ক্লাব
২৬ জুন: ওয়েস্ট ইন্ডিজ–নেদারল্যান্ডস, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৭ জুন: শ্রীলঙ্কা–স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৭ জুন: আয়ারল্যান্ড–সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব।

সুপার সিক্স পর্ব–

২৯ জুন: এ২–বি২, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন: এ৩–বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন: এ৫–বি৪, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে–অফ)
১ জুলাই: এ১–বি৩, হারারে স্পোর্টস ক্লাব
২ জুলাই: এ২–বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
২ জুলাই: এ৪–বি৫, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে–অফ)
৩ জুলাই: এ৩–বি২, হারারে স্পোর্টস ক্লাব
৪ জুলাই: এ২–বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৪ জুলাই: সপ্তম–অষ্টম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে–অফ)
৫ জুলাই: এ১–বি২, হারারে স্পোর্টস ক্লাব
৬ জুলাই: এ৩–বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৬ জুলাই: নবম–দশম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে–অফ)
৭ জুলাই: এ১–বি১, হারারে স্পোর্টস ক্লাব
৯ জুলাই: ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here