Google search engine

এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৩১১। ইংল্যান্ডের চেয়ে তারা আর পিছিয়ে ৮২ রানে। সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি ব্যাটার ওসমান খাজা। ইংলিশদের বিপক্ষে তাদের মাঠে এটি তাঁর প্রথম সেঞ্চুরি।

 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন তিনি। পরের বলেই মার্নাশ লাবুশেনকে আউট করেন এই ইংলিশ পেসার। তাঁর বল লাবুশানের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জনি বোয়ারস্টোর হাতে যায়। শূন্য রানে ফেরেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।

 

এরপর খাজার সাথে বড় জুটি বাঁধতে ব্যর্থ হন স্টিভ স্মিথ। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই তাঁকে ফেরান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ৩ উইকেট পড়ার পরে খাজা ও ট্রাভিস হেড জুটি গড়েন ৮১ রানের। ১০৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন খাজা। তবে মাত্র ৬২ বলে ৫০ রান করেন হেড। ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। কিন্তু তার পরেই ছন্দপতন। অবসর ভেঙে মাঠে ফেরা মঈন আলির বল উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন হেড।

 

চা বিরতির পরে মঈনের বলে ৩৮ রানের মাথায় বোল্ড হন ক্যামেরন গ্রিন। অন্যপ্রান্তে স্টোকসকে চার মেরে ১৯৯ বলে নিজের ১৫তম টেস্ট সেঞ্চুরি করেন খাজা। দিনের শেষভাগে হাফ সেঞ্চুরির দেখা পান অ্যালেক্স ক্যারি। খাজার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ৯১ রানের। দুর্দান্ত ব্যাটিংয়ে ২ ছক্কা ও ১৪ চারে ১২৬ রানে অপরাজিত আছেন খাজা। কিপারব্যাটার ক্যারি খেলছেন ১ ছক্কা ও ৭ চারে ৫২ রানে। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্রড এবং মঈন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here