Google search engine

প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললো ব্রাজিলিয়ান। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে গুণে গুণে এক হালি গোল হজম করলো গিনি। ফিফা প্রীতি ম্যাচে রদ্রিগোরা ৪-১ গোলে হারিয়েছে গিনিকে।

 

বিশ্বকাপের হারতে থাকা ব্রাজিল গিনিকে হারিয়েই জয়ে ফিরলো। কাতার বিশ্বকাপের পর ফিফা উইন্ডোেতে আগের দুই প্রীতি ম্যাচে হেরেছিলো ব্রাজিল। তৃতীয় ম্যাচে এসে জয়ে ফিরলো দলটি।

 

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচটি রাঙাতে পারেনি গিনি। প্রথমার্ধে ছন্দময় ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে খেই হারায় তারা। শেষ পর্যন্ত তাই সঙ্গী হয় ৪-১ গোলের বড় হার।

 

বার্সেলোনার আসিডিই স্টেডিয়ামে ম্যাচের কুড়ি মিনিট পর্যন্ত দারুণ খেলতে থাকা গিনি প্রথম গোল হজম করে ২৭তম মিনিটে। জোয়েলিনতন এগিয়ে দেন ব্রাজিলকে। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে মিনিট তিনেকের মধ্যেই আরো এগিয়ে দেন রদ্রিগো। ম্যাচের ৩০তম মিনিটে তার গোলেই কালো জার্সিধারীরা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

 

শুরুতে পিছিয়ে পড়া গিনি প্রথমার্ধে অবশ্য ব্যবধান কমায়। ম্যাচের ৩৭তম মিনিটে সেরহাউ গুইরাসির গোলে স্কোর লাইন ২-১ করে। তবে বিরতির আগ পর্যন্ত লিড ধরে রাখে ব্রাজিলিয়ানরা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পরই দ্বিতীয়ার্ধের খেলায় শুরুর ছন্দ আর ধরে রাখতে পারেনি গিনি। খেলা শুরুর মিনিট দুইয়ের মধ্যেই গোল হজম করে। ম্যাচের ৪৭তম মিনিটে এদের মিলিতাও ব্রাজিলকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে। নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে উঠা গিনি আর গোলের দেখা পায়নি।

 

উল্টো ম্যাচের শেষ দিকে আরেকটি গোল হজম করে ব্রাজিলের বিপক্ষে প্রথমবার খেলতে নামা দলটি। ম্যাচের ৮৮তম মিনিটে পেনাল্টি পায় বর্ণবাদ বিরোধী আচরণের প্রতিবাদে কালো জার্সিতে মাঠে নামা দলটি। স্পট কিকি থেকে ভিনিসিউস জুনিয়র গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here