
ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ পাকিস্তান। দুদলের ম্যাচটি মাঠে গড়াবে বেলা সাড়ে ১১টায়।
বৃষ্টিতে মাঠে গড়ায়নি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত করতে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। একই গ্রুপের শ্রীলঙ্কা-মালয়েশিয়া ম্যাচও মাঠে গড়ায়নি বৃষ্টিতে। আর তাতেই প্রথম ম্যাচ জয়ের সুবাদে নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু হংকংয়ের বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। মাঠে গড়ায়নি টস। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও ভেসে যায় বৃষ্টিতে।
পরপর দুই ম্যাচ খেলা না হলেও সেমিফাইনালে যেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ রানের জয়ের সুবাদে গ্রুপ ‘বি’র শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪।
